পানি আনতে গিয়ে পায়ের নিচে বিষধর সাপ, মুহূর্তেই লাশ নারী

মিরসরাইয়ে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত ফিরোজ মিয়ার স্ত্রী।

সুফিয়ার ছেলে মো. রিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার মা ঘরের পাশে টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় ডান পায়ের নিচে বিষাক্ত সাপ দংশন করলে ঘটনাস্থলে তিনি মারা যান। আজ শনিবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের মানুষই আমার সাহসের ঠিকানা : শেখ হাসিনা

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে সুফিয়া বেগম নামে এক মহিলা সাপের কামড়ে মারা গেছেন। এখন বর্ষা মৌসুমে সাপের বিচরণ বেড়ে গেছে। সবাইকে চলাফেরা করতে সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি।

আজিজ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!