পাঁচরিয়া তপোবন আশ্রমে রবীশ্বরানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব শুক্রবার

পটিয়া পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ, চারণ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের ৭৫তম শুভ আবির্ভাব জয়ন্তী উৎসব নানা ধর্মীয় আয়োজনে উদযাপিত হবে।

এ উপলক্ষে শুক্রবার (২ জুন) আশ্রম প্রাঙ্গণে দিবা-রাত্রি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের রয়েছে- মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদভগবদগীতা পাঠ, শ্রীশ্রী চণ্ডীযজ্ঞ, গুরুপূজা ও বন্দনা, নৃত্যনাট্য-রাধার দানলীলা, সাধুভাণ্ডারা ও বৈষ্ণব সেবা, সাধু-বৈষ্ণবের প্রবচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহারাজের জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা সভা, ৭৫টি প্রদীপ প্রজ্জ্বলন, ৭৫ রকমের প্রসাদ নিবেদনের মাধ্যমে গুরু মহারাজের জন্মদিন উদযাপন, গ্রন্থের মোড়ক উন্মোচন, পাল্টা কীর্তন ও মহাপ্রসাদ আস্বাদন।

আয়োজনের প্রতিটি পর্বে ভক্ত ও সুধীজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক অরুণ কান্তি মল্লিক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উজ্জ্বল কর্মকার ও সদস্য সচিব উজ্জ্বল নাথ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!