চট্টগ্রামে পর্যটনকেন্দ্রে ঈদানন্দ, পতেঙ্গায় জনস্রোত—সি ওয়ার্ল্ডে বিশেষ অফার

নগরে ঈদের আনন্দে ভাসছে পর্যটনকেন্দ্র। কোরবানির একদিন পর পর্যটনকেন্দ্রে ভিড় বাড়তে শুরু করেছে। পর্যটকদের আগমনে মুখরিত নগরের সব পর্যটনকেন্দ্র।

সোমবার (১১ জুলাই) বিকেল থেকে পতেঙ্গা সৈকতে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। তীব্র রোদ উপেক্ষা করেই অনেকেই পরিবার নিয়ে আসেন সৈকতের সৌন্দর্য উপভোগ করতে।

আরও পড়ুন: ঈদের আনন্দকে রঙিন করেছে বিনোদনকেন্দ্র

আজ (সোমবার) দুপুরের পর থেকে পতেঙ্গা সৈকতে ভিড় বাড়তে থাকে পর্যটকদের। যেদিকে দুচোখ পড়ছে সেদিকেই শুধু মানুষ আর মানুষ। বিভিন্ন বয়সের মানুষের উপচেপড়া ভিড়ে মুখর সৈকতসহ আশপাশের এলাকা। নতুন পোশাকে সৈকতের কাছাকাছি আসতে পেরে আনন্দে আত্মহারা ছিল শিশু-কিশোররা।

সৈকতে সাগরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি অনেকেই স্পিডবোট, নৌকা, ঘোড়া চড়ে আনন্দে মেতে উঠেন।

অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরাও ছিলেন তৎপর।

পতেঙ্গা সৈকতে পরিবার নিয়ে আসা ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বলেন, নৈসর্গিক সৌন্দর্যে ভরা পতেঙ্গা সৈকত। এখানে আসলেই মন- প্রাণ জুড়িয়ে যায়। বিশেষ করে বিকেলের দৃশ্য অপরূপ। তাই ছুটির দিনে অবসর সময় কাটাতে পরিবারের সকলকে নিয়ে চলে এলাম। প্রতিবছর বন্ধের সময় এখানেই আগে ছুটে আসি।

পতেঙ্গা সৈকতের মতো ঈদের ছুটিতে নগরের অন্যান্য বিনোদনকেন্দ্রেও ছিল মানুষের ঢল। নারী-শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা ভিড় করেন সেখানে।

নগরে চট্টগ্রাম চিড়িয়াখানা, কাজীর দেউড়ি শিশু পার্ক, কর্ণফুলী শিশু পার্ক, বহদ্দার হাট স্বাধীনতা পার্ক, আনোয়ারা পারকি সমুদ্রসৈকত, পতেঙ্গা নেভাল পয়েন্ট ও সিআরবি এলাকা এদিন মুখর ছিল দর্শনার্থীদের কোলাহলে।

চট্টগ্রাম চিড়িয়াখানা, কাজীর দেউড়ি শিশু পার্ক, কর্ণফুলী শিশু পার্কে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়। চিড়িয়াখানায় খাঁচায় বন্দী বিভিন্ন প্রাণী ও নিত্যনতুন বিভিন্ন রাইড চড়ার পাশাপাশি মোবাইলে ছবি তোলে যে যার মতো আনন্দ ভাগাভাগি করেছেন।

আরও পড়ুন : ঈদানন্দ চলছে দক্ষিণ চট্টগ্রামের ৫০ গ্রামে

ফয়’স লেক সি ওয়ার্ল্ডে আনন্দে মেতেছে বিনোদনপ্রেমীরা

এদিকে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডে সকাল থেকে ছিল পর্যটকদের আনাগোনা। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকে। সারাদিন ঘুরেফিরে কাটিয়েছেন অনেকে।

জানতে চাইলে কনকর্ডের উপব্যবস্থাপক (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (সোমবার) দর্শনার্থীদের ভালো সাড়া পেয়েছি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ৫ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে এখানে। তাদের সুবিধার্থে আমরা বিভিন্ন অফার ও প্যাকেজ রেখেছি। আগামী শুক্রবার পর্যন্ত অফারগুলো চলমান থাকবে। আশাকরি দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!