পদ্মা সেতু—প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে কোতোয়ালী ছাত্রলীগের শোভাযাত্রা

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে কোতোয়ালী থানা ছাত্রলীগ। কমিটির সভাপতি অনিন্দ্য দেব ও সাধারণ সম্পাদক ফাহিম আলম শাহরিয়ারের নেতৃত্বে এ শোভাযাত্রা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে শোভাযাত্রাটি জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কোতোয়ালী, জিপিও, নিউমার্কেট হয়ে পুরাতন রেল স্টেশন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতি অনিন্দ্য দেব বলেন, বাঙালির আত্মনির্ভরতার স্বপ্নপূরণ হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। বিশ্বকে তাক লাগিয়ে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে নিজ অর্থায়নে নির্মাণ হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে মর্যদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে। পদ্মা সেতু যেমন চ্যালেঞ্জের ছিল, তেমন অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচন করবে।

সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার বলেন, পদ্মা সেতু শেখ হাসিনা সরকারের উন্নয়নের ঐতিহাসিক মাইলফলক। পদ্মা সেতু দুপাড়ের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির সাথে সাথে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!