পথেই ধরা—কক্সবাজারের ইয়াবা নিয়ে বাইকে চট্টগ্রাম আসছিল যুবক

৬ হাজার ইয়াবাসহ ওবায়দুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

১৫ সেপ্টেম্বর (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় ওই যুবককে ইয়াবাসহ আটক করা হয়। এসময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল।

আরও পড়ুন: সুদীপ্ত ‘কিলিং মিশনের’ প্রধান মোক্তার—ইয়াবা নিয়ে গ্রেপ্তার 

আটক ওবায়দুর রহমান সাতকানিয়া উপজেলার ছদাহা ৬ নম্বর ওয়ার্ডের রোয়াজিরপাড়া এলাকার ফকির আহমদের ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, ওবায়দুর রহমান নামের এক যুবককে ৬ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক যুবক মোটরসাইকেলে কক্সবাজার থেকে সাতকানিয়া আসছিলেন। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা।

ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!