চান্দগাঁওয়ে উঠে গেল লোহার গেট, খুলে দিল রাস্তা

নগরের চান্দগাঁওয়ে সিটি করপোরেশনের রাস্তায় লোহার গেট দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুটি গেট উচ্ছেদ করা হয়েছে। এরপর রাস্তাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: বড়পোলে রাস্তা দখল করে কাদেরের জমিদারি, ট্রাক স্ট্যান্ডের আড়ালে মাদকের আসর

একই অভিযানে জিইসি মোড় ও এশিয়ান হাইওয়ের দামপাড়া পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে প্রায় দশটি দোকানের শেড ও বর্ধিত অংশ অপসারণ করা হয়। এছাড়া আগে নির্দেশনা দেওয়ার পরও দোকানের বর্ধিত অংশ অপসারণ না করায় জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার সেন্ট্রাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং করার দায়ে এশিয়ান হাইওয়ে দামপাড়ার নাইট রাইডার মোটরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!