নয়ন গ্যাংয়ের ৭ কিশোর আটক

কক্সবাজারে র‌্যাবের হাতে আটক হয়েছে ৭ ‘কিশোর গ্যাং’ সদস্য।

বুধবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে শহরের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগাআনে অভিযান চালিয়ে র‌্যাব-১৫ এর একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি চাইনিজ ছুরি, ১টি খুর এবং ১টি লোহার শিকল পাওয়া যায়।

আরও পড়ুন : মামলার পরও বেপরোয়া—কিশোর গ্যাংয়ের ৫ জন ধরা পড়ল অস্ত্রসহ

আটকরা হলেন− কক্সবাজার শহরের লাইট হাউজপাড়া এলাকার মো. হোসেনের ছেলে মো. মীম হাসান ফাহিম (২৩), উখিয়ার রাজাপালং ডেইলপাড়া এলাকার সৈয়দ নূর ছেলে মো. সোহেল (২০), দক্ষিণ বাহারছড়ার কবরস্থানপাড়া এলাকার শফি আলমের ছেলে মো. সাইদুল আলম সানি (২০), পৌরসভার জিয়ানগর এলাকার বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. নয়ন (১৭), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা বাংলাবাজার এলাকার বদিউল আলমের ছেলে মো. রিদুয়ান (১৭), পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. জুবায়ের ছেলে মো. ইমরান (১৫) এবং একই এলাকার মো. বেলালের ছেলে মো. শাওন (১৭)।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, আটক সাতজন ‘কিশোর গ্যাং’ নয়ন গ্রুপের সদস্য। দীর্ঘদিন কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তারা সংঘবদ্ধ হয়ে চুরি, ছিনতাই করে বেড়াত। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!