মালয়েশিয়া থেকে ফিরেই নিহত লামার যুবক, দুজন হাসপাতালে

লামায় সড়ক দুর্ঘটনায় মো. সেলিম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই এলাকার মো. আবুল হাসেমের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। আহতরা হলেন- দক্ষিণ বাম হাতির ছড়া এলাকার জুলেহা বেগমের ছেলে মো. ফরিদ ও পূর্ব হাইদারনাশীর মৃত মো. হোসাইনের ছেলে মো. মাইনউদ্দিন।

আরও পড়ুন : লামায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, উদ্ধারের মাঠে সেনাবাহিনীও

প্রত্যেক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মো. ফরিদের মোটরসাইকেলের সঙ্গে সেলিমের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। অপরদিকে আহত হন মো. ফরিদ ও মাইনউদ্দিন। আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। মো. ফরিদ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে আসা সেলিমের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইলিয়াছ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!