চকরিয়ার প্রথম নারী চেয়ারম্যান ফারহানা

কক্সবাজারের চকরিয়ায় প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারহানা আফরিন মুন্না।

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেলসহ ৫ প্রার্থীকে পরাজিত করেন তিনি।

ফারহানা নৌকা প্রতীকে পান ৬ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আরিফ দুলাল পান ৩ হাজার ৯৯৯ ভোট এবং বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেল ২ হাজার ৯৬৫ ভোট, , মো. সালাহ উদ্দিন ৩২ ভোট, মো. আবদুল্লাহ ২২ ভোট ও সাইফুল ইসলাম ২১ ভোট।

আরও পড়ুন: চকরিয়ায় নির্বাচন : নৌকায় ৬ নতুন মুখ, বাদ পড়লেন ৩ হেভিওয়েট চেয়ারম্যান

ফারহানা আফরিন মুন্না প্রতিক্রিয়ায় বলেন, আমার স্বামী নোবেল হত্যাকাণ্ডের প্রতিদান দিয়েছেন পূর্ব বড় ভেওলার জনগণ। আমি সাধ্যমত এলাকার উন্নয়ন ও নৌকার মান ধরে রাখব। আমার বিজয় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। এই বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পূর্ব বড় ভেওলাবাসীকে উৎসর্গ করলাম।

প্রসঙ্গত, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নে দুই নারীকে নৌকার মনোনয়ন দেন আওয়ামী লীগ। এদের মধ্যে ফারহানা আফরিন মুন্না জয়ী হলেও পরাজিত হন জন্নাতুল বকেয়া রেখা।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!