চট্টগ্রামে নারীর সঙ্গে ‘মাস্তানি’, ধরা খেলেন খাতুনগঞ্জের বারদী স্টোরের মালিক

পলাতক কথিত 'বড় ভাই' শফি

বখাটেদের নিয়ে নারী ব্যবসায়ীকে দাপট দেখাতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন খাতুনগঞ্জের বারদী স্টোরের মালিক মিটু বিশ্বাস। তিনি নগরীর কোতোয়ালী থানার সাবেরিয়া মাছুয়াঝর্ণা এলাকার বাসিন্দা দয়াল বিশ্বাসের ছেলে। রোববার (৬ মার্চ) রাতে তাকে সিরাজদ্দৌল্লা সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, ৫ মার্চ রাতে চট্টগ্রাম নগরীর সিরাজুদ্দৌলা রোডের সুপারশপ শ্রীনিকেতনে স্থানীয় একদল বখাটে নিয়ে হানা দেন মিটু বিশ্বাস। তারা এ সময় শ্রীনিকেতনের মালিক তন্দ্রা দাশগুপ্তকে ভয়ভীতি দেখান এবং অকথ্য গালিগালাজ করে সুপারশপ ভাংচুরের চেষ্টা চালান। এসময় বখাটেরা দোকানের কর্মচারীদের মারধর করে।

আরও পড়ুন: বখাটের কাণ্ড—রেলস্টেশনে ব্লেড চালিয়ে দিল আনসার সদস্যের মুখে

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিটু বিশ্বাসসহ বখাটেরা পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগী শ্রীনিকেতনের মালিক তন্দ্রা দাশগুপ্ত বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

মামলায় সিরাজদ্দৌল্লা সড়কে সাবেরিয়া মাছুয়াঝর্ণা এলাকার কথিত ‘বড়ভাই’ শফিসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: বড়উঠানে রাস্তার পাশে নারীর লাশ, মুখ—পা রক্তাক্ত

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই লিয়াকত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে খবর পেয়ে মামলার প্রধান আসামি মিটু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!