নাম—ঠিকানা সবই ভুয়া, আঙুলের ছাপে ধরা খেল তরুণী

সীতাকুণ্ড উপজেলার জন্মসনদ নিয়ে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা নারী।

সোমবার (২৩ মে) বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসর্পোট আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ সংযুক্ত করে জমা দেন ওই নারী। তাঁর জন্মসনদে নাম দেওয়া হয় জোবাইদা খানম (১৯)। সীতাকুণ্ড উপজেলার জাফরাবাদ সলিমপুর ১ নম্বর ওয়ার্ড সৈয়দ নুরের সন্তান বলে তিনি উল্লেখ করেন। কিন্তু ইন্টারভিউ কাউন্টারে তাঁর কথাবার্তায় সন্দেহ হলে আঙুলের ছাপ যাচাই করা হয়। সেখানে দেখা যায় তার নাম জুবাইরা বিবি। তিনি গত ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী হিসেবে নিবন্ধিত আছেন। তাঁর বাবার নাম মুস্তাক আহমেদ। এরপর তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: পাসপোর্ট অফিসে আঙুলের ছাপে ধরা পড়ল ‘আরমান’ বাঙালি নয়

জন্মসনদের ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হয় সীতাকুণ্ড উপজেলার জাফরাবাদ সলিমপুর ১ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আরিফের সঙ্গে। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, জঙ্গল সলিমপুর ও উত্তর সলিমপুর এলাকায় অর্ধলাখ মানুষের বসবাস। তাছাড়া ভাসমান আছে প্রায় ৪৫ হাজার মানুষ। তারা কখন কী করছে বলা যায় না। এত মানুষের খোঁজখবর রাখা অনেকটাই কঠিন।

পরে অনলাইন নিবন্ধন স্ট্যাটাস পর্যালোচনা করে জানা যায় এই জন্মসনদ চাঁদপুর থেকে করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!