সারদা দেবীর জন্মতিথিতে নানা আয়োজন

সারদা দেবীর ১৬৯তম জন্মতিথি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রাউজান রামকৃষ্ণ আশ্রম।

রোববার (২৬ ডিসেম্বর) রাউজান রামকৃষ্ণ আশ্রমে মায়ের পূজা, ভোগ, সমবেত প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
আশ্রম পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে ও সারদা সংঘের আয়োজনে অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় সংগঠন ‘সারদা সংঘ’র আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন : বড়দিনে আলোর খেলা, ১৭ গির্জায় নানা আয়োজন

শিল্পী গুহকে সভাপতি, পান্না দে-কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সহসভাপতি পদে চুমকি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুক্তা দত্ত এবং সদস্য পদে সুমি রুদ্রের নাম ঘোষণা করা হয়।

এরপর আশ্রমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা পরিষদ সভাপতি চঞ্চল চৌধুরী, সম্পাদক মানু কর্মকার মান্না, সহসম্পাদক রোবেল শীল, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, সদস্য শ্যামল বণিক, সুজিত শীল, মানস সরকার, অনিমেষ রুদ্র, রত্না মল্লিক, বৃষ্টি রায়, সুনিতা শীল, প্রিয়া দাশ, মিনা কর্মকার, ইশা শীল, তমা দাশ, শিপ্রা, বন্ধনা দত্ত, শেলী সরকার, নিভা দে, শর্মী কর্মকার, সোমা বণিক, গীতা রুদ্র, অপর্ণা দত্ত ও সুবর্ণা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!