ছোট্ট নাবিলার নানার বাড়ির আনন্দ কেড়ে নিল টমটম

নানার বাড়ি আনন্দ করতে এসে প্রাণ হারিয়েছে এক শিশু। কক্সবাজারের চকরিয়ায় টমটমের ধাক্কায় মারা যায় নাবিলা (৮) নামের ওই শিশুকন্যা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চিরিঙ্গা-বদরখালী-মহেশখালীর কে বি জালাল উদ্দিন সড়কের মাস্টার ছলিমউল্লাহর ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাবিলা চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ মানিকের মেয়ে। কয়েকদিন আগে নাবিলা মায়ের সঙ্গে বদরখালী নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

আরও পড়ুন: রক্তে ভাসল আনন্দ—কক্সবাজারের পথেই দুর্ঘটনায় সীতাকুণ্ডের পিকনিক বাস

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরখারী স্টেশন থেকে যাত্রীবাহী একটি টমটম চিরিঙ্গা পৌরশহরে আসছিল। টমটমটি মাস্টার ছলিম উল্লাহ ঘাটা এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নাবিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয় লোকজন চালকসহ টমটম আটক করে পুলিশে খবর দেয়।

চকরিয়া থানার অপারেশন কর্মকর্তা এসআই রাজিব সরকার আলোকিত চট্টগ্রামকে বলেন, টমটমের ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর শুনেছি। এসআই মোশারফের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মুকুল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!