নতুন বিধি-নিষিধে আরও ৭ দিনের লকডাউন

দেশে করোনা সংক্রমণ রোধ করতে ফের বেড়েছে ‘কঠোর লকডাউন’। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরো এক সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়ানোর সুপারিশ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

লকডাউনে আগের বিধি-নিষেধ ঠিক থাকবে। তবে রোববার (১৬ মে) নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। এতে হয়তো আরো কিছু বিধি-নিষেধ সংযোজন হতে পারে।

গত এপ্রিল মাসের ৫ তারিখ থেকে লকডাউনের ঘোষণা দেয়া হয়। ১৪ এপ্রিল থেকে ঘোষণা আসে কঠোর লকডাউনের। যা রোববার (১৬ মে) পর্যন্ত কার্যকর থাকবে। এরমধ্যে আবার ২৩ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার।

ঈদে মানুষ নিয়ম-নীতি না মেনে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে গিয়েছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এখন দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে। এটা যাতে আমাদের দেশে না ছড়ায় সেজন্য আগামী এক সপ্তাহের কঠোর লকডাউন। এছাড়া মাস্ক পরতে মানুষকে বাধ্য করতে পুলিশকে ক্ষমতা দেয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!