ধানক্ষেতে বজ্রপাত—২ নারী নিহত, ২ নারী হাসপাতালে

ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ২ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী।

রোববার (৬ জুন) সকালে উপজেলার কাঞ্চনগর গ্রামের ডলুপাড়ায় বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাকী দাশ (৩৮) ও ভানু রানী শীল (৪০)। আহতরা হলেন- মালতী রানী দাশ (৫০) ও শোভা রানী দে (৪৫)। তারা সবাই ডলুপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওই চার নারী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র আবদুল মোনায়েম চৌধুরী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে লাকী দাশ ও ভানু রানী শীল মারা যান। আহত অপর দুই নারীর চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রশিদ উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ওই চার নারী কামলা হিসেবে ধানক্ষেতে কাজ করছিল। বজ্রপাতে তারা হতাহত হলেন।

দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আক্কাছ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!