সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যুবককে লরির ধাক্কা, মুহূর্তেই লাশ

চকরিয়ায় তেলবাহী লরির ধাক্কায় মুহূর্তেই লাশ হয়েছেন হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম (২৫) নামের এক যুবক।ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়েছে চালক ও হেলপার।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল সাতঘরিয়া এলাকার হোসেন আলীর ছেলে। তিনি পেশায় পরিবহন কর্মচারী ছিলেন।

আরও পড়ুন: গাছ কাটতে গিয়ে লাশ যুবক

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (রোববার) ফজরের নামাজ শেষ করে কক্সবাজারে নিজ কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন শোয়াইবুল ইসলাম। পরে বাড়ির কাছে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি তেলবাহী লরি শোয়াইবুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শোয়াইবুলের লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে হাইওয়ে থানার ইনচার্জ মো. শাফায়েত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে সড়কের পাশে পড়ে থাকা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক লরি, চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!