ফ্রিজে মেয়াদহীন ওষুধের সঙ্গে মাছ-মাংস, অলংকারে ধরা খেল ২ ফার্মেসি

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধের সঙ্গে মাছ-মাংস সংরক্ষণ করায় ২ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৮ অক্টোবর) সকালে নগরের অলংকার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় নিউ অলঙ্কার ফার্মেসিকে ২০ হাজার টাকা ও মোহাম্মদীয়া ফার্মেসির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: সিটি করপোরেশনের অভিযানে ধরা খেল মিঠাই সুইটস

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন হক।

এ বিষয়ে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদবিহীন কাটা ওষুধ ও ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করার অপরাধে নিউ অলঙ্কার ফার্মেসিকে ২০ হাজার ও মোহাম্মদীয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!