প্যাকেটের গায়ের পণ্যের ‘দাম’ মুছে বেশি দামে বেচতে গিয়ে ধরা খেল ২ দোকানি

প্যাকেটের গায়ে লেখা মূল্য মুছে বেশি দামে চিনি ও ওষুধ বিক্রির অপরাধে নগরের দুপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বায়েজিদ এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাছরিন আক্তার।

আরও পড়ুন: কাপ্তাই রাস্তার মাথায় রাস্তা দখল করে ব্যবসা, ধরা খেল ১২ দোকানি

জানা গেছে, অভিযানে বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় চিনির প্যাকেটর গায়ে লেখা মূল্য কেটে বেশি দামে বিক্রি করায় রহমান ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রৌফাবাদ এলাকায় ওষুধের প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে বেশি দামে বিক্রি করায় রনদীপ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌র চট্টগ্রাম জেলার সহকারী প‌রিচালক নাসরিন আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, প্যাকেটের গায়ের লেখা মূল্য কেটে বেশি দামে চিনি ও ওষুধ বিক্রির দায়ে বায়েজিদ এলাকার দুপ্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারসহ নানা পণ্যের দাম যাচাই-বাছাই করা হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!