গভীর রাতে কাটছিল কৃষি জমির টপসয়েল, ধরা খেল ইউএনওর হাতে

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটায় মো. আবদুল হালিম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২টি ট্রাক।

সোমবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

আরও পড়ুন : ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছ কেটে হাতেনাতে ধরা খেল ঠিকাদার

উপজেলা প্রশাসন জানায়, মির্জাপুর এলাকায় গভীর রাতে কৃষি জমির টপসয়েল কাটার খবরে সেখান অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অভিযুক্ত মো. আবদুল হালিমকে ১ লাখ টাকা জরিমানাসহ ২টি ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে ইউএনও মো. শাহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে আবদুল হালিমকে ১ লাখ টাকা জরিমানাসহ মাটি আনা-নেওয়ার কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!