লোহাগাড়ার ৬ স্পটে উড়ল লাল পতাকা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ

লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় জব্দ করা বালুর স্তূপে লাল পতাকা টাঙানো হয়।

সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চুনতি ও পুটিবিলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।

আরও পড়ুন: লোহাগাড়ায় দিনদুপুরে বালু তুলছিল ২ যুবক, এক মাসের কারাদণ্ড

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান চালানো হয়। অভিযানে চুনতি ইউনিয়নের জামতল এলাকায় ২০ হাজার ঘনফুট, কিল্লাঘোনা বাজারের উত্তর পাশে ৩০ হাজার ঘনফুট, গোড়ার চর ফারেঙ্গা খালের মুখ এলাকায় ২০ হাজার ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশে ৪০ হাজার ঘনফুট, পানত্রিশা উত্তরপাড়া এলাকায় ৩০ হাজার ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের সরাইয়া এলাকায় ১ হাজার ঘনফুটসহ মোট ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙানো হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রায় দেড় লাখ ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙানো হয়েছে।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ সহযোগিতা করে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!