দুবাই থেকে ৩ কোটি টাকার স্বর্ণ এনেছিল হাটহাজারীর যুবক

দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযুক্ত যাত্রী হাটহাজারীর ধলই ৯ নং ওয়ার্ডের আমজাদ মিস্ত্রির বাড়ির আবুল বাশারের ছেলে মো. জিয়া উদ্দিন (২৫)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৬টায় দুবাই থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মো. জিয়া উদ্দিনের চলাফেরায় সন্দেহ হয়। তার শরীরে তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার পায়ুপথ, প্যান্ট ও জুতার ভেতর থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে আটক জিয়া উদ্দিনের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!