বিএনপির প্রতিনিধি সম্মেলন পণ্ড, নাসিমন ভবনে দুপক্ষের সংঘর্ষে রক্তাক্ত ২০

নগরের নাসিমন ভবন কার্যালয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন নেতাকর্মী।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে। এরপর পণ্ড হয়ে যায় প্রতিনিধি সভা।

তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আনোয়ারা রণক্ষেত্র, নির্বাচনি সংঘর্ষে রক্তাক্ত ১১

ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।

ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক সরোয়ার আলমগীর জানান, প্রতিনিধি সভায় কর্ণেল বাহারের নেতৃত্বে ২০-২৫ জনের দল হামলা করে। তাদের হামলায় আমিসহ আরও ৫-৬ জন আহত হয়েছি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা শুনেছি। তবে এ নিয়ে আমরা কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!