সীতাকুণ্ডের কদমরসুলে জোয়ারে ভেসে এলো দুধের শিশুর লাশ

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এসেছে ৫ থেকে ৬ মাস বয়সী এক দুধের শিশুর লাশ। পরে খবর পেয়ে নৌ পুলিশ ও গাউছিয়া কমিটির সদস্যরা লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কদমরসুল সাগর উপকূলীয় এলাকার আরেফিন এন্টারপ্রাইজ শিপইয়ার্ড এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জুতা ভাসতে দেখে পুকুরে নেমে মিলল শিশুর লাশ

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকালে জোয়ারের পানিতে শিশুর লাশ ভাসতে দেখে আরেফিন এন্টারপ্রাইজ ইয়ার্ডের লোকজন। পরে ইয়ার্ড মালিক কামাল উদ্দিনকে জানালে তিনি থানা ও নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ গাউছিয়া কমিটির সহায়তায় সকাল ১০টার দিকে ভাসতে থাকা শিশুর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিন আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সাগরের জোয়ারের পানিতে উপকূলে শিশুটির লাশ ভাসতে দেখে ইয়ার্ডের লোকজন আমাকে জানায়। আমি তৎক্ষণাৎ পুলিশকে জানাই। পরে নৌ পুলিশ এসে লাশ উদ্ধার করে।

যোগাযোগ করা হলে নৌ পুলিশের এসআই মাহবুব আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুটির লাশ কোথা থেকে পানিতে ভেসে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!