চাপ থাকবে কম—বন্ধও হতে পারে, দুদিন গ্যাস সংকট থাকবে চট্টগ্রামের যেসব এলাকায়

আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) ও পরদিন শনিবার (২৬ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ কিংবা গ্যাসের চাপ কম থাকতে পারে।

শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে । তবে কাজ সম্পাদন সাপেক্ষে এ সময়ের ককআগেও সরবরাহ চালু হতে পারে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পুরনো গ্যাস সিলিন্ডার খালি করতে গিয়ে বিস্ফোরণ, ৬ হোটেল কর্মচারী দগ্ধ

কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের লালখানবাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন ডাইভারশন কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগরের বারিক বিল্ডিং, আগ্রাবাদ সিডিএ আবাসিক, নিমতলা, বন্দর আবাসিক, মাদারবাড়ি, সদরঘাট, নিউমার্কেট, মাঝিরঘাট, পাথরঘাটা ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দেওয়ানহাট, টাইগারপাস, লালখানবাজার, জিইসি, কোতোয়ালী, ডিসি রোড, আন্দরকিল্লা, চাক্তাই ও পার্শ্ববর্তী এলাকায়ও থাকবে এমন সমস্যা।।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!