বাড়বকুণ্ডে রক্ষাকালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুদিনের আয়োজন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে শ্রীশ্রী রক্ষাকালী বাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে গীতাপাঠ, ধর্মসভা, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে গীতাপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এতে গীতাপাঠ করবেন অলক দেবনাথ। এরপর পূজা ও ভোগারতি।

একইদিন দুপুর ৩টায় ধর্মসভার উদ্বোধন করবেন চট্টগ্রাম কৈবল্যধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য্য।

এতে আশীর্বাদক থাকবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান অতিথি থাকবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে খন্দকিয়া ভৈরব ঠাকুর বাড়ির জগদ্ধাত্রী পূজা, থাকছে নানা আয়োজন

রক্ষাকালী বাড়ি পরিচালনা পরিষদ সভাপতি রনজিত দেবের সভাপতিত্বে ধর্মসভায় উপস্থিত থাকবেন শ্রীমৎ সন্তোষানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার চৌধুরী।

বৃহস্পতিবার রাত ৮টায় মহোৎসবের অধিবাস কীর্তনের মধ্যদিয়ে শুরু হবে মহানামযজ্ঞ। এতে নামসুধা পরিবেশন করবেন অচ্যুতানন্দ সম্প্রদায় (চকরিয়া), ব্রজের মাধুরী সম্প্রদায় (পিরোজপুর), প্রভু প্রিয়া সম্প্রদায় (গোপালগঞ্জ) এবং প্রভু নিত্যানন্দ সম্প্রদায় (ভোলা)। এছাড়া দুদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ ও অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামবে।

এই মহতী অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভক্তকে সপরিজন ও সবান্ধবে উপস্থিত থাকার জন্য মন্দির পরিচালনা পরিষদ ও মহোৎসব উদযাপন পরিষদ নেতারা অনুরোধ জানিয়েছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!