দুদিনেই দ্বিগুণ—চট্টগ্রামে ‘ভয়াবহ’ রূপ নিচ্ছে করোনা

চট্টগ্রামে ভয়াবহ’ রূপ নিচ্ছে করোনা। জ্যামিতিক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ২৩। তারও আগের দিন ১৬ জন।

অর্থাৎ দুদিনেই চট্টগ্রামে দ্বিগুণ হয়ে গেছে করোনা রোগী। অথচ এক সপ্তাহ আগেও এককের ঘরে ছিল করোনা আক্রান্তের সংখ্যা। আর গত কয়েকদিনে দিনে সেটি বেড়ে গেছে কয়েকগুণ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ১৪ ল্যাবে ১ হাজার ১৭৫ নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৯৮ শতাংশ। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘শঙ্কা’ বাড়িয়ে বাড়ছে করোনা, নেই স্বাস্থ্যবিধি

আশঙ্কার খবর হচ্ছে নতুন আক্রান্ত ৩৫ জনের ৩৩ জনই নগরের বাসিন্দা। বাকি ২ জন লোহাগাড়া ও পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৭১৬ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার ৩৩৩ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৩৮৩ জন।

এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!