সম্পদের হিসাব না দেওয়া দুদকের মামলায় চেয়ারম্যান কারাগারে

সম্পদ বিবরণী জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনকে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন।

আমজাদ হোসেন খোকন কক্সবাজার জেলার টেকনাফ থানার শীলখালী শামলাপুর পুরানপাড়ার মো. ইসলামের ছেলে।

আরও পড়ুন: ঘুষসহ ধরা, দুদকের মামলায় আগ্রাবাদ ভূমি অফিস কর্মচারীর ৩ বছরের জেল

দুদকের পিপি অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, অভিযুক্ত আমজাদ হোসেন খোকন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য ২০২০ সালের ২০ সেপ্টেম্বর নোটিশ দেয় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২। দুদিন পর এই নোটিশ তিনি গ্রহণ করেন। কিন্তু ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!