সড়কের মুখে গেটবার ‘শূন্য’ করে দিল ৩ পরিবারকে

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে।

শুক্রবার গভীর রাতে ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাড়ি যাওয়ার সড়কে গেটবার থাকায় সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।

আরও পড়ুন : আগুনে সব হারাল ১০ পরিবার

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, মজিবুল হকের ঘরের বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে নজর আলী ভূঁইয়া সড়কের মুখে গেটবার থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা সময়মতো ঘটনাস্থলে যেতে পারেনি। এতে তিন পরিবারের ঘরে থাকা কোনো সম্পদই রক্ষা করা যায়নি।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতে খবর পেয়ে আমরা দ্রুত রওনা হই। সড়কে গেটবার থাকার আমরা সময়মতো ঘটনাস্থলে যেতে পারিনি। প্রাথমিকভাবে ধারনা করছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!