লোহাগাড়ার ৩ স্পটে দিনদুপুরে বালু উত্তোলন, অ্যাকশনে যেতেই উধাও পাচারকারীরা

লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া জব্দ করা বালুর স্তূপে লাল পতাকা টাঙানো হয়েছে।

বুধবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত পদুয়া ও চরম্বা ইউনিয়নে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. শাহজাহান।

আরও পড়ুন: লোহাগাড়ায় দুইউনিয়নে অভিযান, বালু ফেলে পালাল পাচারকারীরা

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ও চরম্বা ইউনিয়ন এলাকার ধইন্ন্যার বিল, ছাফুরা খাল ও জঙ্গল পদুয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির জন্য স্তূপ করছিল একটি মহল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো করা হয়। তবে এর আগেই বালু উত্তোলকারীরা সটকে পড়ে। এ সময় ২ লাখ ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে এসিল্যান্ড মো. শাহজাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, চরম্বা ও পদুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত অভিযানে ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!