‘দা বাহিনী’র প্রধান খুনের ঘটনায় নারী গ্রেপ্তার

পেকুয়ায় ‘দা বাহিনী’ প্রধান নাছির উদ্দিন খুনের ঘটনায় আসমা উল হুসনা নামে এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে খুনের ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার চিরিঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসমা উল হুসনা টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকার আসহাব উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন: অপরাধ জগৎ থেকে সরে এসেও খুন হলেন ‘দা বাহিনী’র প্রধান

মামলার বাকি আসামিরা হলেন- টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকার মোজাফ্ফর আহমদ, মেয়ে হাজেরা বেগম, ছেলে আসহাব উদ্দিন, টৈটং ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, তাঁর ভাই জাহেদুল ইসলাম, টৈটং ইউনিয়ন পরিষদের অপর সদস্য আব্দুল জলিল ও সাকের হোসেন।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, গ্রেপ্তার আসমা উল হুসনাকে আদালতের পাঠানো হয়েছে। তদন্তে কোনো আসামি নির্দোষ প্রমাণিত হলে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে। যদি ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!