তৃতীয়বারের মতো আগুনে পুড়ল মোশাররফ স্টোর—কারণ এখনো অজানা

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানঘর। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া পর্দ্দাবাজ গ্রামের মোশাররফ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগেও ওই দোকানে দুবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

মোশাররফ স্টোরের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন শিবলী বলেন, শনিবার রাত ১০টায় বাড়িতে যাওয়ার পর রাত ১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত ছুটে গেলে ততক্ষণে আগুনে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর আগেও দোকানে দুবার আগুন লেগেছিল। আমার ধারনা, কেউ শত্রুতাবশত এ কাজ করছে। আগুনে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে হঠাৎ বিস্ফোরণ, আগুনে পুড়ল ৪ শ্রমিক

এদিকে মার্কেটের মালিক শরীফ হোসেন সাইমুন বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছে। গত তিন বছরে বেশ কয়েকবার চুরি এবং আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে দুবার। তখন স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যোগাযোগ করা হলে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!