ট্রাককে ধাক্কা দিল পুলিশের গাড়ি, তিন পুলিশসহ রক্তাক্ত ৫

রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফকির তকিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : রাউজানে ধাক্কা দিয়ে মোটরসাইকেল ফেলে দিল অটোরিকশা, দুজন রক্তাক্ত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি থেকে পুলিশ ভ্যান (ঢাকা মেট্রো ইউ ১৪- ২১২৪) উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন ০২-০০১০) সংঘর্ষ হয়। এতে পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান ও চালক মাসুদ গুরুতর আহত হন। একইসঙ্গে পুলিশের গাড়িতে থাকা মো. শামীম ও এক ট্রাক শ্রমিক আহত হন।

ট্রাক চালক বাবর বড়ুয়া বলেন, ইট নিয়ে মাদরাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রুতগামী ভ্যান এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। এসময় পিংক সিটির দেয়ালের একটি পিলার ভেঙে যায়। এছাড়া তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।

যোগাযোগ করা হলে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!