এবার একসঙ্গে ভেসে এলো তিনটি মৃত ডলফিন

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের সাগর উপকূলে এবার একসঙ্গে ভেসে এলো ৩টি মৃত ডলফিন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকায় মৃত ডলফিনগুলো দেখতে পান স্থানীয়রা।

জানা যায়, সাগর উপকূলের মিয়াজী পাড়াসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা তিনটি মৃত ডলফিন দেখতে পান এলাকাবাসী। ডলফিনগুলো প্রায় ৭ ফুট লম্বা।

আরও পড়ুন : ডলফিনের ময়নাতদন্ত—জালে আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু

এলাকার কৃষক মো. নুর উদ্দিন বলেন, বুধবার ও আগের দিন মঙ্গলবার উপজেলার বাড়বকুণ্ড উপকূলের ২ কিলোমিটার এলাকার মধ্যে ৩টি মৃত ডলফিন ভেসে আসে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ডলফিনগুলো কোনো শাখা নদী থেকে সাগরে এসে দূষিত পানির কারণে মারা গেছে বলে আমার ধারণা।

সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, বুধবার আমি বিকালে ডলফিন ভেসে আসার খবর পেয়ে বিট কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থাগ্রহণ করেছেন।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!