চট্টগ্রামে ৩ নারীর পর এবার ডেঙ্গু কেড়ে নিল শিশুর প্রাণ

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ এর আগে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হলো। মারা যাওয়াদের মধ্যে ৩ জনই নারী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত মিফতাহুল নগরের জামালখানের লাভলেইন এলাকার বাসিন্দা৷ বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতির হলে পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ১২ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ ভয়ঙ্কর ডেঙ্গু, একদিনেই মারা গেল ২ নারী

এ বিষয়ে জানতে চাইলে পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শামীম আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশুটিকে গতকাল (মঙ্গলবার) রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ভর্তির ১২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ভোর সাড়ে ৬টার দিকে মারা যায়।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। সবাই কেবিনে ভর্তি আছেন।

প্রসঙ্গত, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩ নারীর মৃত্যু হয়। এদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!