স্থানীয় লোকদের পাতা ফাঁদে অস্ত্রসহ ধরা পড়ল খুন—ডাকাতি মামলার ৭ আসামি

রামুতে দেশি অস্ত্রসহ ৭ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি গাড়ি জব্দ করা হয়।

শনিবার (৯ এপ্রিল) উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: সাগরে ডাকাতি করে কামাল বাহিনীর ৫ ডাকাত লুকিয়ে ছিল ইপিজেডে

আটকরা হলেন- মো. জসিম (২৮), মো. আরমান (২৪), জসিম উদ্দিন (২৩), নুরুল হাকিম (২২), মো. রুবেল (২২), শহিদুল ইসলাম (২০) ও মিজানুর রহমান (৩৩)। আটকদের মধ্যে ৬ জন কক্সবাজার সদরের বাস টার্মিনাল ও ১ জন ঈদগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় একটি গাড়িসহ কয়েকজন বহিরাগত লোক অবস্থান নেয়। এসময় স্থানীয়রা তাদের সঙ্গে আলাপ করেন। একপর্যায়ে তাদের কথায় অসংলগ্নতা ও সঙ্গে অস্ত্র দেখে কৌশলে সবাইকে আটকে রেখে বিষয়টি রামু থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানা নিয়ে আসে।

আরও পড়ুন: ডাকাতির আগেই ধরা ৩ যুবক, অস্ত্রসহ উদ্ধার প্রাইভেট অটোরিকশা

এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, আটকদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র ও ১টি গাড়ি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক ডাকাতি, হত্যা, অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!