রমজানে যানজট নিরসনে পরিবহন নেতাদের সঙ্গে ট্রাফিক পুলিশের মতবিনিময়

আসন্ন রমজানে বন্দর নগরী চট্টগ্রামে যানজট নিরসনে পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি, প্রাইভেট কনটেইনার ডিপো সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ট্রাফিক বন্দর ও পশ্চিম বিভাগ।

বুধবার (২২ মার্চ) দুপুরে নগরের ডবলমুরিং থানার ট্রাফিক পশ্চিমের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে প্রাণ বাঁচানোর লড়াইয়ের স্পটেই নেই ট্রাফিক পুলিশ বক্স

সভায় ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই (প্রশাসন) জাহেদুল ইসলাম বলেন, আসন্ন মাহে রমজানে নগরজুড়ে যানজট নিরসনের লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ট্রাফিক বন্দর ও পশ্চিম বিভাগের উপ-পলিশ কমিশনার স্যারের নেতৃত্বে বিভিন্ন পরিবহন সংগঠনের সঙ্গে আজকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রমজানে নগরকে যানজটমুক্ত রাখার বিষয়ে সভায় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার তারেক আহম্মেদ, বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার আরিফ হোসেন, ট্রাফিক পশ্চিম বিভাগের টিআই (প্রশাসন) জাহেদুল ইসলাম ও ট্রাফিক বন্দর বিভাগের টিআই (প্রশাসন) আমির ফারুক।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!