চট্টগ্রামে নিরাপদ সড়ক ব্যবহার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিক উত্তরের কর্মশালা

চট্টগ্রামে যানজট নিরসন ও নিরাপদ সড়ক ব্যবহার নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে বায়জিদ থানার বালুছড়া লিডার্স স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।

কর্মশালায় প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং শিক্ষনীয় ভিডিওর মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবহার, রাস্তা পারাপারে জেব্রাক্রসিং, ফুট ওভারব্রিজ ব্যবহার এবং ট্রাফিক আইন ও সাইন নিয়ে মৌলিক ধারণা দেওয়া হয়।

আরও পড়ুন: রমজানে যানজট নিরসনে পরিবহন নেতাদের সঙ্গে ট্রাফিক পুলিশের মতবিনিময়

কর্মশালা পরিচালনা করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো. কাজী হুমায়ুন রশীদ।

এতে প্রধান অতিথি ছিলেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) আবু নাসের মো. তোহা।

অনদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর টিআই (প্রশাসন) মো. কামাল হোসেন, টিআই (বায়েজিদ) মো. আলমগীর হোসেন, টিআই (মোহরা) মো. রেজাউল করিম খান, টিআই (প্রবর্তক) বিপুল পাল।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!