বাঁশখালীতে উন্নয়নকাজের ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

বাঁশখালীর ইটবোঝাই মিনি ট্রাকের চাপায় মো. তারেকুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ্ মিয়াজী বাজারের দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তারেকুল একই ইউনিয়নের মেহের বাপের বাড়ির ৪ নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে। সে পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: ‘তদন্তবন্দী’ চট্টগ্রামে শিশু খুন, কিনারা পাচ্ছে না পুলিশ—সন্দেহের তীর পরিবারের দিকে

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়ার পশ্চিম বাঁশখালা গ্রামে স্থানীয় অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত ইটবোঝাই মিনি ট্রাকটি দক্ষিণ দিক থেকে আসছিল। শিশু তারেক হঠাৎ দ্রুতগতির ট্রাকটির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, রাস্তার উন্নয়নকাজের জন্য ট্রাকটি ইটবোঝাই করছিল। এ সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!