৪ এলাকার ১০ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় চসিকের

নগরের রাজস্ব সার্কেল-১ আওতাধীন চার এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১৮ মে) সকাল থেকে অভিযান চালিয়ে এসব বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এদিকে অপর এক অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা ও নিরাপদ খাদ্য পরিদর্শকের মামলায় জরিমানা আদায় করেছেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন: চসিকের অভিযানে এবার ধরা খেল আওসাফ অয়েল—হোটেল ডিলাইট

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আলোকিত চট্টগ্রামকে বলেন, চসিকের রাজস্ব সার্কেল-১ আওতাধীন জিইসি মোড়, ও আর নিজাম রোড, পূর্ব নাসিরাবাদ ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯ লাখ ১১ হাজার টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বলেন, মুরাদপুর থেকে পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ১৯ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া একই অভিযানে চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় আরও ৬ ব্যক্তিকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!