টেকনাফে দুই সহযোগীসহ ধরা খেল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ (৩০), তার সহযোগী একই ক্যাম্পের সি ব্লকের মো. শফি (২৮) ও মো. কাসেম (৩১)।

পুলিশ জানায়, সালমান শাহ ডাকাত গ্রুপ দীর্ঘদিন ধরে ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

বলরাম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!