টিকা সনদ—এবার নগরের দুই অভিজাত রেস্টুরেন্টে ম্যাজিস্ট্রেটের হানা

টিক সনদ দেখে খাবার পরিবেশন করা হচ্ছে কি-না তা যাচাই করতে এবার নগরের দুই অভিজাত রেস্টুরেন্টে হানা দিয়েছেন ম্যাজিস্ট্রেট। অভিযানে টিকা সনদ না দেখে খাবার পরিবেশনের অপরাধে মুরাদপুরের দুই অভিজাত রেস্টুরেন্টকেই জরিমানা করা হয়েছে। এর মধ্যে আয়োজন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: টিকা সনদ না দেখেই খাবার পরিবেশন—সুলতান ডাইনসহ ৬ রেস্টুরেন্টকে জরিমানা

এদিকে অপর এক অভিযানে নগরের ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করায় ৫ দোকান মালিককে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় আয়োজন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কর্ণফুলী কমপ্লেক্সে নিষেধাজ্ঞা অমান্য করে পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির অপরাধে ৫ দোকান মালিককে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!