ঝুঁকিতে পাহাড়ে বসবাস উচ্ছেদে অ্যাকশনে নামল প্রশাসন

নগরে অতিবৃষ্টির কারণে পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ জুন) পূর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল এলাকায় ও অন্যান্য ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের উচ্ছেদে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।

জানা যায়, চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ ৩৪টি পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত দুই হাজার পরিবার। প্রতিটি পরিবারে গড়ে চারজন হিসাবে এই ৩৪টি মৃত্যুকূপে অবৈধভাবে বসবাস করছেন প্রায় আট হাজার মানুষ। যাদের একটি উল্লেখযোগ্য অংশ শিশু। কিন্তু গত কয়েক বছরে একাধিকবার উদ্যোগ নিয়েও এসব পাহাড়ের বাসিন্দাদের পুরোপুরি সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে রাতের অভিযানে উদ্ধার ৯ চোরাই গরু, গহীন অরণ্যে ৫১

প্রশাসনের ভাষ্যমতে, প্রতিবছরের মতো এ বছরও বর্ষা মৌসুমে পাহাড়ধসের শঙ্কা ছিল। যা প্রশাসন আঁচ করতে পেরেছে। তাই সেখান থেকে সরে যেতে তাগাদাও দেওয়া হয়। কিন্তু কোনোভাবেই পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরানো যায়নি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ বসতবাড়ি উচ্ছেদ করতে জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে উচ্ছেদ অভিযান চলছে।

টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!