ঝরনা থেকে পড়ে লাশ যুবক, সঙ্গীরা কোথায় কেউ জানে না

মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনার ওপর থেকে পড়ে ২৩ বছর বয়সী এক পর্যটকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: দুপুরের বজ্রপাতে পেকুয়া—কুতুবদিয়ায় লাশ ৩ যুবক

এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার জানান, নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝরনার ওপর থেকে পড়ে এক পর্যটকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৩ হতে পারে।

স্থানীয়দের বরাতে এসআই রাজিব পোদ্দার জানান, জানতে পেরেছি তারা তিনজন একসঙ্গে ঝরনায় ঘুরতে আসে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে লাশ ছাড়া অন্য দুজনের দেখা মেলেনি। যতটুকু মনে হচ্ছে ওপর থেকে নিচে পড়ে মারা গেছে।

জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ বলেন, প্রচণ্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকিট কাউন্টার বন্ধ রাখি। পর্যটকও খুব কম ছিল। এ তিনজন সকাল ১১টার দিকে ঝরনায় যায় বলে শুনেছি। বিকেলে খবর আসে একজন মারা গেছে। এরপর মিরসরাই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!