রাউজানে চেয়ারম্যানের মামলায় জেলে যেতে হলো তরুণীকে

রাউজানের বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর ওপর হামলার ঘটনায় সুমি আক্তার (৩০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) গ্রেপ্তার তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গত ১৩ মে (শুক্রবার) কাগতিয়া বাজাররে চেয়ারম্যানের ব্যবসায়ী প্রতিষ্ঠান পূর্বালী ট্রেডার্সে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় সুমি আক্তারকে। সুমি বিনাজুরী ইউনিয়নের এনামুল হক মুন্সির মেয়ে।

আরও পড়ুন: আবার জেলে পাঠানো হলো মিরসরাই প্যানেল মেয়র রাজুকে

হামলার শিকার ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী জানান, এলাকার কিছু সন্ত্রাসীর পৃষ্ঠপোষকতায় আমার ওপর হামলা করা হয়েছে। হামলার ঘটনার পর দলের নেতাকর্মীরা আমার পাশে দাঁড়িয়েছেন। মামলার পর পুলিশ জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!