জেলে যেতে হলো চট্টগ্রাম কাস্টমসের ২ কর্মকর্তাকে

দুদকের মামলায় চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই কর্মকর্তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (সেকশন-বি) মো. রবিউল ইসলাম মোল্লা ও রাজস্ব কর্মকর্তা (সাবটিম-১২ ও অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা) নাছির উদ্দিন মাহমুদ খান।

আরও পড়ুন: ৬ বছর জেলে থাকতে হবে মিয়ানমারের যুবককে

তাঁদের বিরুদ্ধে দুদকের মামলার পর রবিউল ইসলাম মোল্লাকে বরখাস্ত করা হয়। অপরদিকে নাছির উদ্দিন অবসরে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ নভেম্বর তথ্য গোপন ও জালিয়াতি করে বিদেশ থেকে পণ্য এনে খালাস এবং ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাসহ দুই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. আবু সাঈদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তা উচ্চ আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!