জেলেপাড়ায় অস্ত্র নিয়ে ঘুরছিল ৩ তরুণ

নগরের পাহাড়তলী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন তরুণকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) সকালে খেজুরতলী জেলেপাড়া এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৭।

আটকরা হলেন – কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার পরান সিকদারপাড়া এলাকার মো. রফিকের ছেলে মো. তারেক (১৯), আবুল কালামের ছেলে মো. মিজবাহ উদ্দিন (২২) এবং মোসলেহ উদ্দিনের ছেলে মো. শাহেদ (১৯)।

আরও পড়ুন: ভাই-ভাবীর জন্য ভয় দেখাতে এসে ধরা সন্ত্রাসী আলমগীর ও জাহাঙ্গীর, অস্ত্র-গুলি উদ্ধার

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মো.চপল আলোকিত চট্টগ্রামকে বলেন, পাহাড়তলী থানার খেজুরতলী জেলেপাড়া এলাকায় অস্ত্রসহ তিনজন অবস্থান করছে—এমন সংবাদে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২টি এলজি ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন অস্ত্র সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!