‘জিনের বাদশা’ সেজে প্রতারণা করত ৫ যুবক

রাউজানে জীনের বাদশা সেজে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মো. সাজেদ আফসার (২১), মো. জাহিদুল আলম (২৪), মো. আবুল কালাম ওরফে রাজন (২১), মো. তানজিল (১৯) ও মো. সজিব (১৯)।

আরও পড়ুন: প্রবাসীর মাথায় হাত—জিনের বাদশার খপ্পরে হারালেন ২৮ লাখ টাকা

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, কতিপয় প্রতারকচক্রের সদস্যরা জিনের বাদশা সেজে মানুষের সব সমস্যার সমাধানের কথা বলে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। তারা দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত। এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদেরকে রাউজান থানায় হস্তান্তর করা হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!