‘জামিন পেলে’ পালিয়ে যেতে পারেন পরীমনি

পরীমনি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে করা আবেদনে এ কথা উল্লেখ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাটি তদন্ত করছেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

আরও পড়ুন: পরীমনির ‘পাপ’—কেঁচো খুঁড়তে সাপ!

আবেদনে উল্লেখ করা হয়, দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরীমনি। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও উল্লেখ করা হয়, মামলার অভিযোগের সঙ্গে পরীমনির জড়িত থাকার ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত আছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি এবং পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!