জামিন নিয়ে পালিয়ে গেল আসামি, আদালত দিলেন ৫ বছরের সাজা

মাদক মামলায় হারুন বাদশা নামে এক আসামিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রমের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণা করা হলেও জামিনে গিয়ে পলাতক সেই আসামি।

সাজাপ্রাপ্ত আসামি হারুন বাদশা ফটিকছড়ির মৃত আবুল হাশেমের ছেলে।

আরও পড়ুন: জামিনে গিয়ে পলাতক, অস্ত্র মামলায় ৩ ছিনতাইকারীর ১৭ বছর কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, বাকলিয়া থানার মাদক মামলায় এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুলাই বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন আব্দুল্লাহ আল নোমান কলেজের পাশে ইসমাইল সওদাগর কলোনি থেকে ১০০ পিস ইয়াবাসহ হারুন বাদশাকে আটক করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলার ৬ বছর পর আজ (বৃহস্পতিবার) রায় দিয়েছেন আদালত।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!