‘জামিন অনিশ্চিত’—বিএনপির আসলামকে রিমান্ডে নিতে চাইছে সিআইডি

বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নাশকতা মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। ২০১৫ সালের নাশকতার অভিযোগে নগরের আকবরশাহ থানায় এ মামলা দায়ের করা হয়।

সোমবার (৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালতে রিমান্ডের এ আবেদন করা হয়। আগামী ১০ জুন শুনানির দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে গত রোববার ওই মামলায় আসলাম চৌধুরীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত।

নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগে ঢাকার কোতোয়ালী ও শাহবাগ থানার দুই মামলায় গত ৩০ মে আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মে সেই আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে ২০ জুন পরবর্তী দিন ধার্য করেন আদালত।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!